সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বঙ্গবন্ধু বোটানিক্যাল গার্ডেনের দুবছরেও কাজ শুরু হয়নি 

বটিয়াঘাটা প্রতিনিধি

বঙ্গবন্ধু বোটানিক্যাল গার্ডেনের দুবছরেও কাজ শুরু হয়নি 

খুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট খেয়াঘাট এলাকায় ২০৫ বিঘা জমি নিয়ে প্রস্তাবিত ‘বঙ্গবন্ধু বোটানিক্যাল গার্ডেন’-এর দুবছরেও কাজ শুরু না হওয়ায় এর অস্তিত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ২০২১ সালে ঘটা করে এর ভিত্তিস্থাপন করা হয়। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ভার্চুয়ালি এর ভিত্তিস্থাপন করেন। 

তৎকালীন বিভাগীয় কমিশনারও ভার্চুয়ালি এতে সংযুক্ত ছিলেন। এ সময় জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস, জেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হারুন-অর রশিদ, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ বহু কর্মকর্তা উপস্থিত ছিলেন। কিন্তু তারপর থেকে এ পর্যন্ত কাজের আর কোনো অগ্রগতি নেই। 

অন্যদিকে উপজেলা পরিষদের নির্দেশ মোতাবেক প্রায় দুই লাখ টাকা ব্যয়ে গাছের চারা রোপণ করেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু প্রকল্পের অগ্রগতি না হওয়ায় সে চারা বা খাঁচার কোনো চিহ্ন আর নেই। সরেজমিনে দেখা গেছে, ওই অধিকৃত জমির মালিকানা নিয়ে কেন এ প্রকল্প বন্ধ হলো, তা নিয়ে জনমনে নানান প্রশ্নের উদয় হচ্ছে। 

এ নিয়ে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বিনয় কৃক্ষ সরকার জানান, দখলদাররা জায়গা দখল করে ঘের করার জন্য চক্রান্ত করে ধীরে ধীরে পুরো জায়গা দখল করে মাছের ঘের করছে। তিনি আরও জানান, এ জায়গাগুলো জলমা ইউনিয়নের লোকদের কাজীবাছা নদীভাঙনের ফলে বিরাটের ওপারে এসে ভরাট হয়। 

যা দীর্ঘ বছর পর আবাদি জমিতে পরিণত হয়েছে। জলমার লোকদের রেকর্ডপত্র রয়েছে। কিন্তু নানান তালবাহানা সৃষ্টি করে প্রভাবশালী মহল জোর করে জায়গাগুলো দখল করে রেখেছে।

এ ব্যাপারে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতাই গাইন বলেন, অনেক দিন ধরে এ জায়গা নিয়ে মামলা চলায় উপজেলা ও জেলা প্রশাসন পড়েছে বিপাকে। প্রকল্পের ভবিষ্যৎ কী— এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রকল্পটি নিয়ে এখনও প্রসেসিং চলছে। সরাসরি নির্দেশনা পেলে তা বাস্তবায়ন করা হবে।

টিএইচ